Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনা পরিচিতি

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনা সমবায় বিভাগের একটি সরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা অত্র ইন্সটিটিউটের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ।

 

অবস্থান : এটি ২১৯ জংশন রোড (পুলিশ লাইনের পশ্চিম পার্শ্বে), বয়রা, খুলনায় অবস্থিত।

 

সংক্ষিপ্ত ইতিহাস : প্রতিষ্ঠানটি ১৯৬৩-৬৪ সালে খুলনা শহরে ৩ নং পি সি রায় রোডে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১৯৯৬ সালে  সরকারের নিজেস্ব অর্থায়নে খুলনা জেলার বয়রা মৌজায় ০৫.৭৯ একর জমির উপর একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ২১৯ জংশন রোড (পুলিশ লাইনের পশ্চিম পার্শ্বে), বয়রা, খুলনায় ইনস্টিটিউটের নিজস্ব অবকাঠামো নির্মাণ কার্যক্রম শুরু হয়। নিজস্ব জমিতে নির্মিত হয়েছে দ্বিতল প্রশিক্ষণ ও প্রশাসনিক ভবন, হোষ্টেল ভবন, অধ্যক্ষের বাস ভবন, আভ্যন্তরীন রাস্তা ও দেয়াল ঘেরা সীমানা প্রাচীর। নির্মাণ কাজ সমাপ্তির পর একটি সুন্দর-শান্ত-সৌম্য পরিবেশে সুদৃশ্য ইমারতে ২০০০ সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

প্রশিক্ষণ এরিয়া : এ প্রতিষ্ঠানের আওতায় খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা, জেলার সমবায়ী এবং সমবায় অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। এছাড়াও অত্র ইন্সটিটিউটে একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত প্রশিক্ষণ রুম এবং একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব রয়েছে যেখানে অত্র সমবায় বিভাগের কর্মকর্তা/কর্মচারীসহ সমবায়ীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

জনবল : অধ্যক্ষ, যিনি সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক পদমর্যাদার একজন কর্মকর্তা। তিনি অত্র ইন্সটিটিউটের প্রধান নির্বাহী, তাছাড়া ০১(এক) জন উপাধ্যক্ষ, ০৩(তিন) জন প্রশিক্ষক, ০১(এক)জন উচ্চমান সহকারী, ০১(এক)জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং অন্যান্য ০৬(ছয়) জন অফিস স্টাফ রয়েছে।