আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনা এর বিগত ০৩ বছরের সাফল্য নিম্নরূপ :
আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনা মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সমবায়ের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণি ও পেশার জনগণের দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান তথা তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমবায়ীদের জন্য সমবায় পরিচালনা ও আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান এবং সমবায় বিভাগীয় কর্মকর্তা-কর্মচারিদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য পেশাগত-মৌলিক প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদান করে থাকে।
আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনা এর বিগত তিন বছরে মোট ৪৭৫ জন কর্মকর্তা/কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৬ জন নারী। এছাড়া বিগত তিন বছরে ১,৭২৫ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে ৯৫৯ জন পুরুষ ও ৭৬৬ জন নারী। তাছাড়া বর্ষপঞ্জি বহির্ভূতভাবে আমার বাড়ী আমার খামার প্রকল্পের প্রশিক্ষণ ২,০০৭ জন যার ১,০৯৪ জন পুরুষ ও ৯১৩ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS