Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Recent Activities
অর্থ
বছর
কর্মকান্ড

২০২২-২০২৩
২০২৩-২০২৪

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, খুলনা মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে করে যাচ্ছে। এ ক্ষেত্রে সমবায়ের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণি ও পেশার জনগণের দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান তথা তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে স্ব-নির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমবায়ীদের জন্য পেশাগত-মৌলিক প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদান করে থাকে।

প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমসমূহ :  

  • যুগোপযোগী ও উদ্ভাবনী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এখানে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার অপারেশন লেভেল-৩ প্রশিক্ষণ এবং কম্পিউটার সার্ভিসিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
  • স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহযোগি হিসেবে স্মার্ট ফোনের গুরুত্ব অপরিসীম। সে বিবেচনায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • সম্প্রতি আমরা একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছি। যেখানে প্রত্যেক প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকগণ নিজ নিজ দপ্তর বা স্থানে থেকে এই প্রশিক্ষণে যোগদান করেছেন।
  • দক্ষ মানব সম্পদ তৈরিতে এই প্রথম প্লাম্বিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • এছাড়াও অন্যান্য বছরের মত সাম্প্রতিক বছরসমূহে  দারিদ্র হ্রাসকরণ ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ইলেকট্রিক, গাভী-পালন, মৎস্য চাষ, মৌমাছি চাষ, সেলাই, ব্লক-বাটিক, বাড়ির আঙ্গিনায় সব্জি চাষ এ জাতীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, খুলনা এর বিগত তিন বছরে মোট ৩৭৪ জন কর্মকর্তা/কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে 330 জন পুরুষ ও ৪৪ জন নারী। এছাড়া বিগত তিন বছরে ১৫৯৮ সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে ১০৩৯ জন পুরুষ ও ৫৫৯ জন নারী।

অবকাঠামোগত/দাপ্তরিক কার্যক্রমসমূহ : 

  • দক্ষ মানব সম্পদ তৈরিতে একটি যুগোপযোগী ও আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উন্নীতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি সার্বক্ষনিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দৃস্টিনন্দন মৌসুমি ফুল-গাছ রোপন করা হয়।এ লক্ষ্যে ৫টি নলকূপ স্থাপন করা হয়েছে।
  • কম্পিউটার ল্যাবকে পুরাপুরি সচল রাখার স্বার্থে ৪টি নতুন কম্পিউটার ক্রয় ও ৫টি অকার্যকর কম্পিউটার মেরামত করা হয়েছে।
  • ডি-নথি, অনলাইন ডিজিটাল প্লাটফর্মে কার্যক্রম পরিচালনাসহ দাপ্তরিক কার্যক্রম নিরবচ্ছিন্ন সম্পাদনের জন্য সকল প্রশিক্ষগণকে একটি করে ল্যাপটপ সরবরাহ করা হয়েছে।
  • কম্পিউটার ল্যাবসহ দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে।
  • পরিস্কার পরিচছন্ন ও মশা নিধন কর্মসূচি হিসেবে সম্পূর্ণ এরিয়া পরিস্কার করা হয়।
  • প্রশাসনিক ভবন ও হোস্টেল ভবনের সকল জানালার ভাঙ্গা গ্লাসের পরিবর্তে নতুন গ্লাস প্রতিস্থাপন করা হয়েছে।
  • প্রশাসনিক ভবন ও হোস্টেল ভবনের কলাপসিবল গেট দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ও ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছিল। সম্প্রতি  সেটি মেরামত ও সচল করা হয়েছে।
  • প্রশাসনিক ভবন ও হোস্টেল ভবনের জরাজীর্ণ ফ্লোরে ম্যাটের ব্যবস্থা করা হয়েছে।
  • হোস্টেল ভবনে নতুন পর্দার ব্যবস্থা করা হয়েছে।
  • হোস্টেলের খাটে পুরাতন জরাজীর্ণ জাযিমের পরিবর্তে ১৭টি নতুন আধুনিক ম্যাট্রেস প্রতিস্থাপন করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
  • প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে খাবার পরিবেশনের জন্য রান্না ঘরের ছাউনি ও চুল্লী মেরামত করা হয়েছে।
  • প্রশিক্ষকদের কক্ষ থেকে ঘিঞ্জিপূর্ণ পরিবেশ দূরীকরণের স্বার্থে রুমের জন্য অপ্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে ফেলে উহাকে একটি আধুনিক কক্ষে রুপান্তরিত করা হয়েছে।
  • পুরাতন আসবাবপত্রসমূহ রংকরণ করা হয়েছে।
  • লাইব্রেরির পুরাতন জরাজীর্ণ বইপত্র সমূহ বাধাইকরণ করা হয়েছে।
  • হোস্টেলের কক্ষে পুরাতন জরাজীর্ণ চেয়ার অপসারণ করে ১০টি নতুন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
  • প্রশিক্ষণের পরিবেশকে আকর্ষণীয় করার জন্য প্রশিক্ষণ কক্ষের সামনে ও বারান্দায় টবসহ বিভিন্ন গাছ স্থাপন করা হয়েছে।
  • প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে টবসহ গাছ স্থাপন করা হয়েছে। যা প্রশিক্ষণার্থীদের চিত্তাকর্ষণ সহ প্রশিক্ষণের পরিবেশকে আকর্ষনীয় করেছে।
  • প্রশিক্ষণার্থীদের জন্য নতুন করে ১টি খেলার মাঠপ্রস্তুত করা হয়েছে ।
  • গাছের জন্য স্প্রে মেশিন ক্রয় করা হয়েছে।
  • ঘাস কাটা মেশিন ক্রয় করা হয়েছে।
  • প্রশাসনিক ভবনের সামনে রাস্তা উঁচুকরণ করা হয়েছে।
  • নবনির্মিত গ্যারেজ ভবনের সামনে রাস্তা নির্মাণ করা হয়েছে।


পরিবেশগত কার্যক্রমসমূহ : 

  • এ ইনস্টিটিউটে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুল গাছ রোপন করা হলেও এই ২০২৩-২০২৪ অর্থ কছরে নানা ধরনের ফলজ গাছ, ঔষধি গাছ ও মসলা গাছ রোপন করা হয়েছে।
  • ফলজ গাছের মধ্যে আছে মাল্টা, লিচু, সফেদা, নারকেল, আম, সুপারি গাছ। মসলা গাছের মধ্যে আছে তেজপাতা, চুঁই-ঝাল, আদা, এলাচ। 
  • দৃষ্টিনন্দন বড় গাছের মধ্যে আছে উইপেন এবং পুকুরের চারপাশে ০৪টি কৃষ্ণচূড়া ও ঝাউগাছ। 
  •  ভবিষ্যতে সৌন্দর্য বৃদ্ধির প্রত্যাশায় একই জাতীয় ভিন্ন ভিন্ন  ফলজ গাছের ভিন্ন ভিন্ন বাগান করা হয়েছে। যেমন- মাল্টা বাগান, লিচু বাগান, সফেদা বাগান, সুপারি সারি, নারকেল বাগান, আমবাগান।