Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Recent Activities
অর্থ
বছর
কর্মকান্ড
২০২৪-২০২৫
আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট, খুলনার ক্যাম্পাসের অভ্যন্তরে সৌন্দর্যবর্ধনের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণসহ বিভিন্ন ফুল গাছ রোপন করা হয়।


আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনায় চিত্তাকর্ষণের এক নতুন সংযোজন (লাইটিং গেট)।

আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনার অভ্যন্তরীন রাস্তার মেরামত কাজের চলমান কিছু চিত্র

আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট, খুলনার অভ্যন্তরীন পুকুরের পাড় বাধাই ও মাটি ভরাট কাজের চলমান কিছু চিত্র


আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনার অভ্যন্তরে ও রাস্তার দুইপাশে মাটি ভরাট কাজের চলমান কিছু চিত্র।



২০২২-২০২৩
২০২৩-২০২৪

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, খুলনা মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে করে যাচ্ছে। এ ক্ষেত্রে সমবায়ের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণি ও পেশার জনগণের দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান তথা তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে স্ব-নির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমবায়ীদের জন্য পেশাগত-মৌলিক প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদান করে থাকে।

প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমসমূহ :  

  • যুগোপযোগী ও উদ্ভাবনী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এখানে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার অপারেশন লেভেল-৩ প্রশিক্ষণ এবং কম্পিউটার সার্ভিসিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
  • স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহযোগি হিসেবে স্মার্ট ফোনের গুরুত্ব অপরিসীম। সে বিবেচনায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • সম্প্রতি আমরা একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছি। যেখানে প্রত্যেক প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকগণ নিজ নিজ দপ্তর বা স্থানে থেকে এই প্রশিক্ষণে যোগদান করেছেন।
  • দক্ষ মানব সম্পদ তৈরিতে এই প্রথম প্লাম্বিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • এছাড়াও অন্যান্য বছরের মত সাম্প্রতিক বছরসমূহে  দারিদ্র হ্রাসকরণ ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ইলেকট্রিক, গাভী-পালন, মৎস্য চাষ, মৌমাছি চাষ, সেলাই, ব্লক-বাটিক, বাড়ির আঙ্গিনায় সব্জি চাষ এ জাতীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, খুলনা এর বিগত তিন বছরে মোট ৩৭৪ জন কর্মকর্তা/কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে 330 জন পুরুষ ও ৪৪ জন নারী। এছাড়া বিগত তিন বছরে ১৫৯৮ সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে ১০৩৯ জন পুরুষ ও ৫৫৯ জন নারী।

অবকাঠামোগত/দাপ্তরিক কার্যক্রমসমূহ : 

  • দক্ষ মানব সম্পদ তৈরিতে একটি যুগোপযোগী ও আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উন্নীতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি সার্বক্ষনিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দৃস্টিনন্দন মৌসুমি ফুল-গাছ রোপন করা হয়।এ লক্ষ্যে ৫টি নলকূপ স্থাপন করা হয়েছে।
  • কম্পিউটার ল্যাবকে পুরাপুরি সচল রাখার স্বার্থে ৪টি নতুন কম্পিউটার ক্রয় ও ৫টি অকার্যকর কম্পিউটার মেরামত করা হয়েছে।
  • ডি-নথি, অনলাইন ডিজিটাল প্লাটফর্মে কার্যক্রম পরিচালনাসহ দাপ্তরিক কার্যক্রম নিরবচ্ছিন্ন সম্পাদনের জন্য সকল প্রশিক্ষগণকে একটি করে ল্যাপটপ সরবরাহ করা হয়েছে।
  • কম্পিউটার ল্যাবসহ দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে।
  • পরিস্কার পরিচছন্ন ও মশা নিধন কর্মসূচি হিসেবে সম্পূর্ণ এরিয়া পরিস্কার করা হয়।
  • প্রশাসনিক ভবন ও হোস্টেল ভবনের সকল জানালার ভাঙ্গা গ্লাসের পরিবর্তে নতুন গ্লাস প্রতিস্থাপন করা হয়েছে।
  • প্রশাসনিক ভবন ও হোস্টেল ভবনের কলাপসিবল গেট দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ও ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছিল। সম্প্রতি  সেটি মেরামত ও সচল করা হয়েছে।
  • প্রশাসনিক ভবন ও হোস্টেল ভবনের জরাজীর্ণ ফ্লোরে ম্যাটের ব্যবস্থা করা হয়েছে।
  • হোস্টেল ভবনে নতুন পর্দার ব্যবস্থা করা হয়েছে।
  • হোস্টেলের খাটে পুরাতন জরাজীর্ণ জাযিমের পরিবর্তে ১৭টি নতুন আধুনিক ম্যাট্রেস প্রতিস্থাপন করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
  • প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে খাবার পরিবেশনের জন্য রান্না ঘরের ছাউনি ও চুল্লী মেরামত করা হয়েছে।
  • প্রশিক্ষকদের কক্ষ থেকে ঘিঞ্জিপূর্ণ পরিবেশ দূরীকরণের স্বার্থে রুমের জন্য অপ্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে ফেলে উহাকে একটি আধুনিক কক্ষে রুপান্তরিত করা হয়েছে।
  • পুরাতন আসবাবপত্রসমূহ রংকরণ করা হয়েছে।
  • লাইব্রেরির পুরাতন জরাজীর্ণ বইপত্র সমূহ বাধাইকরণ করা হয়েছে।
  • হোস্টেলের কক্ষে পুরাতন জরাজীর্ণ চেয়ার অপসারণ করে ১০টি নতুন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
  • প্রশিক্ষণের পরিবেশকে আকর্ষণীয় করার জন্য প্রশিক্ষণ কক্ষের সামনে ও বারান্দায় টবসহ বিভিন্ন গাছ স্থাপন করা হয়েছে।
  • প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে টবসহ গাছ স্থাপন করা হয়েছে। যা প্রশিক্ষণার্থীদের চিত্তাকর্ষণ সহ প্রশিক্ষণের পরিবেশকে আকর্ষনীয় করেছে।
  • প্রশিক্ষণার্থীদের জন্য নতুন করে ১টি খেলার মাঠপ্রস্তুত করা হয়েছে ।
  • গাছের জন্য স্প্রে মেশিন ক্রয় করা হয়েছে।
  • ঘাস কাটা মেশিন ক্রয় করা হয়েছে।
  • প্রশাসনিক ভবনের সামনে রাস্তা উঁচুকরণ করা হয়েছে।
  • নবনির্মিত গ্যারেজ ভবনের সামনে রাস্তা নির্মাণ করা হয়েছে।


পরিবেশগত কার্যক্রমসমূহ : 

  • এ ইনস্টিটিউটে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুল গাছ রোপন করা হলেও এই ২০২৩-২০২৪ অর্থ কছরে নানা ধরনের ফলজ গাছ, ঔষধি গাছ ও মসলা গাছ রোপন করা হয়েছে।
  • ফলজ গাছের মধ্যে আছে মাল্টা, লিচু, সফেদা, নারকেল, আম, সুপারি গাছ। মসলা গাছের মধ্যে আছে তেজপাতা, চুঁই-ঝাল, আদা, এলাচ। 
  • দৃষ্টিনন্দন বড় গাছের মধ্যে আছে উইপেন এবং পুকুরের চারপাশে ০৪টি কৃষ্ণচূড়া ও ঝাউগাছ। 
  •  ভবিষ্যতে সৌন্দর্য বৃদ্ধির প্রত্যাশায় একই জাতীয় ভিন্ন ভিন্ন  ফলজ গাছের ভিন্ন ভিন্ন বাগান করা হয়েছে। যেমন- মাল্টা বাগান, লিচু বাগান, সফেদা বাগান, সুপারি সারি, নারকেল বাগান, আমবাগান।