আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনার আগামী ০৫(পাঁচ) বছরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা :
১. মুজিববর্ষে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনার ব্র্যান্ডিং ও একখণ্ড বাংলাদেশ হিসেবে রূপায়ণ, চাহিদার আলোকে নতুন নতুন কোর্স অন্তর্ভুক্তি ও পরিচালনা;
২. কোর্সের মানোন্নয়ন- কারিকুলাম, মডিউল, উপকরণ, প্রযুক্তির ব্যবহার. হাতে কলমে আইজিএ প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণার্থীদের ফিল্ড ভিজিট।
৩. আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, খুলনাকে ডিজিটালাইজড করা; ই-লার্নিং, অনলাইনে প্রশিক্ষণার্থী মনোনয়ন;
৪. অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন;
৫. কর্মরত স্টাফ প্রশিক্ষকদের জন্য দক্ষতার উন্নয়ন কার্যক্রম গ্রহণ ।
২০২২ - ২০২৩ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ :
১. বিভাগীয় কর্মকর্তা-কর্মচারিগণকে ০৮ টি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে ;
২. সমবায় সমিতির ২০০ জন পুরুষ সদস্যদেরকে এবং ২৭৫ জন নারী সদস্যকে বিভিন্ন ট্রেডে আইজিএ প্রশিক্ষণ প্রদান করা হবে।
৩. সমবায় সমিতির ২৫০ জন পুরুষ সদস্যদেরকে এবং ৭৫ জন নারী সদস্যকে সমিতি ব্যবস্থাপনা ও অন্যান্য কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে।
৪. সমবায় সমিতির মোট ৩৫০ জন নারী সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
৫. সমবায় সমিতির মোট ৪৫০ জন পুরুষ সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS